০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

হক্কানী আলেমরাই ইসলামের প্রকৃত ধারকবাহক : ছারছীনার পীর

-

ছারছীনা শরীফের পীর মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন এই পৃথিবীতে যুগ যুগ ধরে মহান আল্লাহর প্রদত্ত জীবন বিধান, ইসলামের প্রচার-প্রসার হয়েছে নবি-রাসূূল, সাহাবায়ে কিরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, আওলিয়ায়ে কিরাম এবং হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কিরামের মাধ্যমে। আমাদের এই উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসারে হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কিরামের বিশেষ অবদান রয়েছে। মূলত হক্কানী আলেমরাই হচ্ছেন এদেশের ইসলামের প্রকৃত ধারকবাহক। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, বর্তমান বাংলাদেশে অনেক আগ থেকেই ইলমে দ্বীনের প্রচার ও প্রসার ছিল। আরব, ইরাক ও ইরান থেকে আগত পীর, আউলিয়া ও ইসলামী চিন্তাবিদগণের মাধ্যমে এ দেশে ইলমে দ্বীনের অনুপ্রবেশ ঘটে এবং তাদের প্রচার ও প্রসারের মাধ্যমে কুরআন-সুন্নাহর চর্চা ব্যাপকতা লাভ করে।
গতকাল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন পূর্ব চানপুর হারুন স্কুলসংলগ্ন ঈদগাহ ময়দানে মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ স্মরণে ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আখেরি মুনাজাত-পূর্ব আলোচনায় মেহমানদের উদ্দেশে একথা বলেন মুফতি নেছারুদ্দীন।

 


আরো সংবাদ



premium cement