ল’ইয়ার্স কাউন্সিল বগুড়ার সভাপতি রিয়াজ, সেক্রেটারি নুরুল ইসলাম
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ২০২৫-২৬ কার্যকালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়া বারের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।
গতকাল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া বারের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে বগুড়া বারের ২০০ আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সফরের পাশাপাশি সেখানে ইউনিটের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করলে বিপ্লব ব্যর্থ হবে। বিপ্লবের সুফল জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা।
রাজশাহী চিড়িয়াখানায় অনুষ্ঠিত শিক্ষা সফরে ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট খন্দকার রেজাউল করিম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি ও সরকারি আঃ হঃ কলেজের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, কাউন্সিলের বগুড়া ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, ল’ইয়ার্স কাউন্সিল নেতা অ্যাডভোকেট সাখাওয়াত মল্লিক, কাউন্সিলের নওগাঁ ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম, কাউন্সিলের নেতা অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট জুলফিকার প্রমুখ। বিজ্ঞপ্তি।