ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মতবিনিময়
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করে।
বিসিবি ভবনে অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।
সভায় আরও উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদফতরের কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক মো: শরিফুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) দীনেশ সরকার, কৃষি বিপণন অধিদফতরের সহকারী পরিচালক ইশরাত জাহান, এফবিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব মো: সাখাওয়াত হোসেন খান, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি, মীনা বাজারের প্রতিনিধি, ডেইলি শপিং-এর প্রতিনিধি, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, ইউনিমার্ট লিমিটেডের প্রতিনিধি, প্রিন্স বাজার লিমিটেডের প্রতিনিধি, আগোরা লিমিটেডের প্রতিনিধি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের প্রতিনিধি, এসিআই লজিস্টিকসের প্রতিনিধি, কাওরান বাজার ইসলামীয়া সমিতির প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধি।