চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-হত্যায় জড়িত ১৬ জন গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর ব্যাপক হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হত্যা ও হামলায় জড়িতদের ধরতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গত এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান চালাচ্ছে।
অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেছে। এরা হলেন- আকতার হোসেন (৪৮), বিজয় দে (২৫), ছিদ্দিক মুন্সি (৪১), কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী (৩৯), শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা: কথক দাশ (৪০), মো: নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), বন্দর থানা শ্রমিক লীগের সহসভাপতি সৌরভ কুমার দে (৪৫), মো: হিরন মিয়া (৬৮), পারভেজ খান প্রিন্স (৩৪), সফি আলম (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), রিয়াজুল ইসলাম (২১) ও গোলাম নবী (৩৬)।
সিএমপি জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।