নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা-ভাঙচুর
- নোয়াখালী অফিস
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫
সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের নোয়াখালীর বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর হয়েছে। এ সময় তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দ্বিতল বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয়া হয়। একই সময় পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে হামলার এসব ঘটনা ঘটে।
এলাকাবাসীঁ জানায়, রাত সাড়ে ৮টার দিকে জেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ বাড়িতে শতাধিক কিশোর-তরুণ ও যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় একই সময় পার্শ¦বর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সলের বাড়িতেও হামলা-ভাঙচুর চালায়।
জানা গেছে, হামলাকারীদের মধ্যে বেশ কিছুর মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়।