পাকিস্তান বাংলাদেশ নিয়ে পশ্চিমা শক্তি সুবিধাজনক মানদণ্ড নির্ধারণ করেছে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০
গণতন্ত্র, সামরিক শাসন ও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ‘সুবিধাজনক’ ও ‘বাছাই করা’ মানদণ্ড নির্ধারণের জন্য পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের বার্ষিক সেমিনারে রাখা বক্তব্যে জয়শঙ্কর এ সমলোচনা করে বলেন, বর্তমান বিশ্ব দু’টি বড় ধরনের সঙ্ঘাত দেখছে। এগুলোকে অনেক সময় নীতিগত বিষয় হিসেবে চিত্রায়িত করা হয়। আমাদের বলা হয়েছে, বিশ্বের ভবিষ্যত ঝুঁকিতে রয়েছে। কিন্তু রেকর্ড দেখাচ্ছে, কিভাবে এসব নীতি বাছাই করা এবং অসমভাবে প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসবাদকে সুবিধাজনকভাবে উপেক্ষা করা হয়েছে। আমাদের মহাদেশে আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করা হয়েছে, যার পরিণতি হয়েছে ভয়াবহ। এমনকি গণতন্ত্র ও সামরিক শাসন নিয়ে আমাদের পূর্ব ও পশ্চিমের প্রতিবেশীর জন্য ভিন্ন মানদণ্ড দাঁড় করানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এই খরব দিয়ে বলেছে, পাকিস্তানের ইতিহাসের বড় অংশজুড়ে রয়েছে সামরিক শাসন। দেশটি ঠাণ্ডা যুদ্ধের সময় পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন ও সুবিধা পেয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটাবিরোধী আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন।