০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

-

গত ৪ ফেব্রুয়ারি নয়া দিগন্ত পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘সাবেক প্রতিমন্ত্রীর সিন্ডিকেটে পরিচালকের হরিলুট’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম। প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, ‘স্বাচিপ’ তো দূরের কথা, তিনি ছাত্রজীবন থেকেই কোনো রাজনীতির সাথে জড়িত নন। তিনি মন্ত্রণালয়ে ভাইবা পরীক্ষায় যথারীতি মনোনীত হয়েই পরিচালকের শূন্য পদে যোগ দেন। বর্তমান সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে তার রাজনীতি সংক্রান্ত সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাকে স্বপদে বহাল রাখা হয়।
হাসপাতালে কোনো সিন্ডিকেটেরও অস্তিত্ব নেই দাবি করে পরিচালক বলেন, এমএসআর খাতে প্রতি অর্থবছরে সব মিলিয়ে সর্বোচ্চ ১২ কোটি টাকার বরাদ্দ মিলে। কাজেই এখানে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তা ছাড়া গত ২০২৩-২৪ অর্থবছরে এম এস আর খাতগুলোতে একবার টেন্ডার হয়েছে। দরপত্র সংশ্লিষ্ট দু’টি পৃথক কমিটি থাকলেও পরিচালক, স্টোর অফিসার ও সহকারী হিসাবরক্ষক কোনো কমিটিতেও নেই। রোগীদের বিছানার চাদর, বালিশ, মশারি দেয়া হয় না এমন অভিযোগ সঠিক নয়। তবে অনুমোদিত শয্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় প্রাপ্ত বরাদ্দ দিয়ে ক্রয়কৃত মালামাল দ্বারা চাহিদা পূরণ করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এতে ক্রয়কৃত মালামাল তছরুফ বা কম বুঝে নেয়ারও কোনো সুযোগ নেই।


আরো সংবাদ



premium cement