০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

৬৯ হাজার মানুষের পাসপোর্ট সমস্যার সমাধান হবে : সৌদি রাষ্ট্রদূত

-

স্বাধীনতার পর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার মানুষের সমস্যার সমাধান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আলদুহাইলান। গতকাল রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্র থেকে বাংলাদেশের জন্য ১০০ টন খেজুর উপহার হিসেবে আসা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব খেজুর দেশের দরিদ্র ও নাজুক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।
রাষ্ট্রদূত বলেন, পাসপোর্ট ইস্যু নিয়ে সমস্যার সমাধান শিগগিরই হবে বলে আমরা আশাবাদী। এ ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তারা বৈধভাবে সৌদি আরবে কাজ করছেন। তাই তাদের ফেরত পাঠানো হবে না। তিনি বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরব বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী। এছাড়া সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে মানবিক সম্পর্ক জোরদার করতে চাই।

 


আরো সংবাদ



premium cement