কাশিমপুর কারা ফটকে বিক্ষোভের পর মুক্তি মাওলানা মুহিবুল্লাহর
- গাজীপুর প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার নায়েবে আমির ও ভোলার মাদরাসা শিক্ষক মাওলানা মুহিবুল্লাহকে মুক্তি না দিয়ে কারাগারে আটকে রাখায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকারীরা। তারা কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও জেলারের বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগ করেন। মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের পর বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।
মুক্তির পর মাওলানা মুহিবুল্লাহ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বলেন, কারাগারে সাবেক জেল সুপার সুব্রত কুমার বালা তাকে নানাভাবে নির্যাতন করেছে। আমাদের নির্যাতন করার জন্যই নাকি তাকে এ কারাগারের জেল সুপার পদে পোস্টিং দিয়ে রাখা হয়েছিল। এত কিছুর পরও তাকে বদলি করা হয়েছে সেটি কি যথেষ্ট। তাকে চাকরিচ্যুত করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।