গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে : খেলাফত মজলিস
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮
আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সে জন্য গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস ও আমার বাংলাদেশ (এবি) পার্টি।
গতকাল রাজধানীর পল্টনের খেলাফত মজলিস কার্যালয়ে দুই দলের দ্বিপক্ষীয় সংলাপে এ আহ্বান জানান তারা। দেশপ্রেমী রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে খেলাফত মজলিস ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের আয়োজন করছে। তারই অংশ হিসেবে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে সংলাপে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব:) মো: দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এ বি এম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন। বৈঠকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।