আখেরি মুনাজাতে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা ৯ জনের মৃত্যু
- গাজীপুর জেলা প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭
লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শূরায়ি নেজামের তাবলিগ অনুসারীদের টানা ছয় দিনের দুই ধাপের বিশ্ব ইজতেমা। গতকাল দুপুর ১২টা ৮ মিনিটে মুনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭ মিনিটে। মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনি প্রথম ধাপের আখেরি মুনাজাতও পরিচালনা করেছিলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সা’দ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সা’দ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।
তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে শূরায়ে নেজাম। আগামী বছরেও বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ২০২৬ সালের ২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের ছোট ছোট বাক্যে আরবি-উর্দু ও বাংলা ভাষায় প্রায় ১৯ মিনিটব্যাপী আখেরি মুনাজাত পরিচালনা করেন। মুনাজাত শুরু হতেই পুরো এলাকা জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। খানিক পর পর শুধু ভেসে আসে আমিন, সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনুতপ্ত মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অনুনয়-বিনয় করে আল্লাহর সন্তুষ্টি লাভে পানাহ ভিক্ষা করছিলেন তারা। মুনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছ সবার গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করেন।
তিনি মুনাজাতে বলেন, আল্লাহ সবার মনে মুহাম্মদ সা:-এর প্রতি ভালোবাসা দান করুন। সব খারাপ থেকে সবাইকে হেফাজত করুন। মুসলিম দেশগুলোকে হেফাজত করুন। মুসলমানের ঈমান, আমল, আখলাকের ওপর আপনার রহমত দান করুন। দ্বীনি কাজগুলো সঠিকভাবে সব মুসলমানকে পালন করার তাওফিক দিন। সফলতার সব রাস্তাগুলো খুলে দিন। সবার পেরেশানি দূর করতে দিন। অসুস্থদের সুস্থতা দান করুন। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাথ থেকে যে যেভাবে পেরেছেন মুনাজাত করেছেন। মুনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
প্রথম পর্বে ৯ মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো: হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আগত আরো দুই মুসল্লি মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন। তারা হলেন- সিরাজগঞ্জের শাহবাজপুর থানার রসুলপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) এবং জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী এলাকার সামসুল হক (৬০)। এ নিয়ে মোট ৯ জন হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা গেছেন। জানা গেছে, মোট ১১ মুসল্লির মৃত্যু হয়েছে।
প্রথমবারের মতো বন্ধ করা হয়নি গণপরিবহন চলাচল : স্মরণকালের মধ্যে এবারই প্রথম টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আখেরি মুনাজাতের দিন টঙ্গী হয়ে চলাচলকারী সব সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। এতে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব রকম গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। মুসল্লিরা নির্বিঘেœ চলাচল ও গন্তব্যে যেতে পেরেছে।