০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

মালদ্বীপে ছুরিকাঘাতে বাংলাদেশী আহত

-

মালদ্বীপে নেপালি যুবকের ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন। আহত বাংলাদেশী যুবক বর্তমানে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আছেন। মঙ্গলবার মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে এ ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
গুরুতর আহত প্রবাসী বাংলাদেশীর নাম মো: রাহিজ মিয়া। বয়স প্রায় ৫০ বছর, তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্য মতে, থাসিরু ক্যাফের রাঁধুনী বাংলাদেশী রাহিজের সাথে তার সহকারী হিসেবে কাজ করতেন একজন নেপালি যুবক। কোনো এক বিষয় নিয়ে ওই নেপালি যুবকের সাথে কথাকাটাকাটি হলে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

 


আরো সংবাদ



premium cement