চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাড়িতে ডাকাতির চেষ্টা
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে এবার দিন-দুপুরে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাড়িতে ডাকাতির চেষ্টাকালে সেনাবাহিনী-র্যা ব-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এর আগে গত ২৪ জানুয়ারি যমুনা অয়েলের সাবেক এমডির বাসায় ডাকাতদল হানা দিয়েছিল। সাবেক বড় বড় সরকারি কর্মকর্তার বাসায় দস্যু দলের হানায় তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে কি না তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। কেউ কেউ আইনশৃঙ্খলার অবনতির ভয়াল চিত্র তুলে ধরে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে কি না সেই সন্দেহ করছেন।
নগরীর পাঁচলাইশ এলাকার প্রবর্তক সঙ্ঘের বিপরীতে থাকা ছয়তলা ভবনটির মালিক মোহাম্মদ লোকমান ইস্টার্ন রিফাইনারি সাবেক এমডি। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আবুল খায়েরের মেয়ের জামাই।
গতকাল দুপুরে সেখানে ডাকাতদল হানা দেয়। সরেজমিন দেখা যায়, ভবনটির পাশে উৎসুক জনতার ভিড়। তবে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। সড়কের প্রবর্তক মোড় হতে ভবনটি পর্যন্ত অংশে যানবাহন চলাচল বন্ধ। বাইরে পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সেখানকার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, ভবনের ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। এ ছাড়া পার্শ্ববর্তী পাঁচলাইশ থানায়ও ফোন করে ওই বাসায় ডাকাত ঢোকার বিষয়টি জানানো হয়। পরে পাঁচলাইশ থানার একটি দল ও পুলিশের সোয়াত টিম ঘটনাস্থলে যায়। তারা ভবনটির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরই মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা এক ডাকাতকে ধরে পুলিশে দেয়। কিন্তু বাসার ভেতরে থাকা ডাকাতদলের এক সদস্য গৃহকর্তা লোকমানকে বাথরুমে ঢুকিয়ে গলায় ছুরি ধরে জিম্মি করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে জিম্মিদশা থেকে লোকমানকে আহত অবস্থায় উদ্ধার করেন।
পুলিশ জানায়, গৃহকর্তা লোকমান ছাড়া পরিবারের আর কোনো সদস্য ঘটনার সময় বাসায় ছিলেন না। ডাকাতদলের সদস্যদের মধ্যে দু’জন আগে থেকেই বাসায় ছিলেন। তারা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
এ দিকে বেলা আড়াইটার দিকে অভিযান শেষে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, বাসাটিতে প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে রেখেছিলেন ডাকাতরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, বাড়ির মালিককে এক ডাকাত সদস্য জিম্মি করে শৌচাগারে আটকে রেখেছিলেন। আমরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। আটক দু’জনকে থানায় নেয়া হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা