গুচ্ছে ফিরছে ২০ বিশ্ববিদ্যালয় আশ্বাসে আন্দোলন প্রত্যাহার
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অবশেষে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরছে ২০ বিশ্ববিদ্যালয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে গুচ্ছপদ্ধতির পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এমন আশ্বাস দেয়া হয়েছে। যদিও এর আগে থেকেই আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
এদিতে গতকাল ইউজিসিতে বৈঠক শেষে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটি) গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। এমন আশ্বাস পেয়ে বিকেলে অবরোধ করে রাখা শিক্ষার্থীরা ইউজিসি গেট ছেড়ে চলে গেছেন ।
এর আগে গতকাল দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে ইউজিসির অডিটোরিয়ামে সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন। আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমাদের দাবি ছিল ২৪ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে অংশ নেয়। কিন্তু ভিসিদের মিটিংয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করে দেয়ায় তারা থাকতে পারছে না। কিন্তু ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে, যেকোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে। ইউজিসির আশ্বাসে আজকের মতো অবরোধ তুলে নিচ্ছি।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আরেকটি সভায় গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ পরীক্ষা অত্যন্ত সফলতার সাথে আমরা আয়োজন করতে পারব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা