ওসমানী মেডিক্যালে পূজায় বিশৃঙ্খলা ঘটাতে আসা ছাত্রলীগ নেতা আটক
- সিলেট ব্যুরো
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে সরস্বতী পূজায় আসা এক ছাত্রলীগ নেতাকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত সোমবার বিকেলে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তার নাম ডা: সজল এস চক্রবর্তী। তিনি ওসমানী মেডিক্যাল কলেজের (সিওমেক) এমবিবিএস ৫১তম বর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকায় ক্যাম্পাসে তিনি আজীবনের জন্য নিষিদ্ধ বলে জানা গেছে।
জানা গেছে, ধর্মীয় ইস্যু তৈরি করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও বিভিন্ন মিডিয়ায় শিরোনাম হতে ক্যাম্পাসে এসেছিলেন বলে তিনি মুচলেকা দিয়ে গেছেন। এ নিয়ে সিলেটজুড়ে চলছে তোলপাড়। এ দিকে এ ঘটনাকে সাম্প্রদায়িকতায় রূপ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে পলাতক ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বেলা ১টায় সিওমেক ক্যাম্পাসে সরস্বতী পূজায় যান সজল। এ সময় উপস্থিত কিছু শিক্ষার্থী তাকে আটক করে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সজলকে পূজা কমিটির কাছে হস্তান্তর করা হয়। এরপর পূজা কমিটির সদস্যদের উদ্যোগে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
সজল বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজিস্ট হিসেবে কর্মরত। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ১ সেপ্টেম্বর মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় সজল এস চক্রবর্তীসহ ৮ জন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীকে ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা