০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শনে ইসির কমিটি

-

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের জন্য নিবন্ধন কেন্দ্র আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইসির নির্বাচন সহায়তা শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো: নাসির উদ্দিনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের কমিটির কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে ইসি। যার মধ্যে রয়েছে হালনাগাদ কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা। নিবন্ধন কার্যক্রমে ব্যবহৃতব্য যন্ত্রপাতির ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ছবি তুলতে বা এ-সংক্রান্ত কার্যক্রম গ্রহণে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সুরাহা করা। নিবন্ধন কেন্দ্রে যন্ত্রপাতি ও প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা তদারকি করা। যন্ত্রপাতি ব্যবহারে অপারেটররা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, তা তদারকি করা।


আরো সংবাদ



premium cement