০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

রাজশাহীতে প্রকাশ্যে গুলি করে দরপত্র লুটের ঘটনায় মামলা

-

রাজশাহীতে প্রকাশ্যে ফাঁকা গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বক্স ভেঙে দরপত্র বাক্স লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। দিনের বেলা প্রকাশ্যে ওই ঘটনা ঘটলেও মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
রাজশাহীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন গণমাধ্যমকে জানান, ঘটনার পর রাতে পবা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে আসামি হিসেবে কারো নাম নেই। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হননি।
এর আগে সোমবার দুপুরে পবার ইউএনওর কার্যালয়ের নিচতলা থেকে টেন্ডার বাক্স বাইরে নিয়ে ভেঙে ফেলা হয়। এরপর ভেতরে থাকা দরপত্র লুটের ঘটনা ঘটে। ১৪৩২ বঙ্গাব্দের জন্য পবা উপজেলার ১২টি হাট ইজারা দিতে এ টেন্ডার বাক্সে দরপত্র জমা নেয়া হচ্ছিল।


আরো সংবাদ



premium cement