০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`
প্রেস উইংয়ের ব্রিফিং

আ’লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার

-

৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইভাবে স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকার নিয়ে মিথ্যা প্রচারণা যুদ্ধে নেমেছে। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে, তারা সেটা এই মিথ্যা প্রোপাগান্ডায় ব্যয় করছে। এ ছাড়া যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবেÑ তাদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছেÑ ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন। এটা মিথ্যা তথ্য। এ ছাড়াও তারা ১৭৪টি ঘটনার যে তথ্য দিয়েছে সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার তথ্য পায়নি।
সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পুলিশ সদর দফতর প্রতিটি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। উল্লিখিত ২৩টি ঘটনার ২২টির প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। তবে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। উপপ্রেস সচিব জানান, যে ২২টি ঘটনার বিস্তারিত ইতোমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সাথেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটির সাথে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে, চারটিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত। তিনটি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমনÑ ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু এবং বিদ্রƒপ মন্তব্য করা নিয়ে দুই পক্ষের মারামরি থেকে মৃত্যু, দুইটি দুর্ঘটনা জনিত মৃত্যু, দুইটি ব্যবসায়িক শত্রুতার জেরে মৃত্যু, একটিতে স্থানীয়দের সঙ্ঘাতে মৃত্যু, একটি জমিজমার বিরোধসংক্রান্ত ঘটনায় মৃত্যু, একটি আত্মহত্যার ঘটনায় মৃত্যু হয়েছে। এ ছাড়া একটি মৃত্যুর প্রকৃত কারণ এখনো না জানা গেলেও নিশ্চিত হওয়া গেছে, সেখানে কোনো সাম্প্রদায়িক সঙ্ঘাতের বিষয় নেই।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এই তালিকায় এমন ব্যক্তিও রয়েছেন যিনি গত বছরের জানুয়ারি মাসে একটি ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বর মাসে হাসপাতালে মারা যান। এই প্রত্যেকটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, এই ২৩ ঘটনার দুটোতে যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা রয়েছে সেই দু’টি পুলিশ ইতোমধ্যে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অপর ২১টি তদন্তাধীন মামলায় ইতোমধ্যে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
আজাদ মজুমদার জানান, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না। একই সাথে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে অন্তর্বর্তী সরকার। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচরণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বলে সবাইকে দায়িত্বশীল হওয়ঢার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা হলোÑ তাদের গ্রেফতার করা হবে। লিফলেটে যেসব কথা আছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অনলাইনে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচারকে বলছেন এখনো প্রধানমন্ত্রী। পুরোটা আমরা মনিটরিং করছি। আমাদের কড়া বার্তা হচ্ছে যারা লিফলেট বিতরণ করবে, এ ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেফতার করা হবে। আইনের আওতায় আনা হবে।
জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের পক্ষে একজন বিসিএস শিক্ষা ক্যাডার (মুকিব খান) লিফলেট বিতরণ করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা বেশ কিছু গ্রেফতার করেছি। আমরা শুনেছিলাম তারা ঢাকায় ৭০টি জায়গায় লিফলেট বিতরণ করবে। কিন্তু আমরা জেনেছি তিনটা জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে। পালিয়ে গিয়ে একে-ওকে দেয়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। চুরির টাকাতো তাদের ব্যয় করতে হবে। শিক্ষা ক্যাডারের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো খতিয়ে দেখছি। প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি।
গুজব প্রতিরোধে সরকার সাইবার সেল করবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গুজব নিয়ে ফেসবুকের সাথে আলাপ হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধে নেমেছে। প্রতিদিন তারা মিথ্যা তথ্য দিচ্ছে। আমাদের ধারণা হচ্ছে পতিত স্বৈরাচারের যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে, তারা এ কাজগুলো করাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে বিষয়টি ভারত সরকারকেও জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব।
বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটাকে সামনে রেখে আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমরা জানি তাদের চরিত্র কেমন। অপ্রত্যাশিত হলেও সত্য, তাদের সাথে সাবেক প্রধানমন্ত্রী বৈঠকও করছেন। বাংলাদেশের কসাইয়ের রুচিটা কোথায়, দেখেন। শেখ হাসিনা এ-টিমের সাথে বৈঠক করছেন। এ-টিম কারও মেয়ের ছবির উপরের গলাটা কেটে পর্নোগ্রাফি ছবি দিয়ে দিচ্ছে। কি ভয়ঙ্কর। তার রুচিটা কোথায় গেছে। আবার আমাদের রুচি শেখান অনেকেই।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ‘সরকার ওই সিদ্ধান্তে অটল আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়নি।’ সরকার তাদের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সচেতন আছে বলেও জানান আজাদ মজুমদার। তিনি বলেন, তাদের প্রতি অনুরোধ তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখালেখি করুক। যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। সরকার থেকে তাদের প্রতি আহ্বান তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।
জুলাই গণ-অভ্যুত্থানের আহতদের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তার পরও কারো কারো মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন আছে। তাদের সুচিকিৎসা দেয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
মানবপাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরো স্টেপআপ করার চেষ্টা করছি। যাতে বাংলাদেশ থেকে কোনোভাবে মানবপাচার না হয়।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


আরো সংবাদ



premium cement