০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

সাবেক প্রতিমন্ত্রী ইনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল

-

প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), সাবেক পররাষ্ট্র সচিব ইনাম আহমদ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার বিকেল ৫টায় বনানীস্থ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইনাম আহমদ চৌধুরীর জন্ম ব্রিটিশ ভারতের আসামে তার বাবার কর্মস্থলে ১৯৩৭ সালের ২৯ জুন। তার বাবা গিয়াস উদ্দিন তখন আসামের বিভাগীয় কমিশনার ছিলেন।
অর্থনীতির ছাত্র ইনাম আহমদ চৌধুরী পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন। বাংলাদেশ আমলে পররাষ্ট্র সচিব, অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিদেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি বিশ্বব্যাংক ও এডিবির অতিরিক্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসঙ্ঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজের অভিজ্ঞতাও ছিল তার।
অবসরে থাকা ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক আমলা ইনাম আহমদ। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে ইনাম আহমদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। ইনাম আহমদ চৌধুরীর বড় ভাই মরহুম ফারুক চৌধুরীও ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি শেখ হাসিনার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার ছোট ভাই ওয়ান ইলেভেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী।


আরো সংবাদ



premium cement