০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`
ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস

শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

-

কারাগারে বন্দী সাবেক বেসামরিক ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফারুক খানের ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে। কারাগারে অবস্থান করে কিভাবে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
ফারুক খান তার পোস্টে লিখেছেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখনই সব বলতে পারছি না। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবার ডিজেবল করে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement