০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

সরস্বতী পূজায় ঢাবির জগন্নাথ হলে ৭৪ মণ্ডপে আরাধনা

-

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সনাতনীদের বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। এ সময় পুরো জগন্নাথ হল লোকে লোকারণ্যে পরিণত হয়েছে। ঢাবির বর্তমান এবং প্রাক্তন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে জগন্নাথ হলের মাঠ। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পালন হচ্ছে সরস্বতী পূজা ।
সরেজমিন গিয়ে দেখা যায়, পুরো মাঠের চারপাশে পূজামণ্ডপ বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট। মোট ৭৪টি মণ্ডপ তৈরি করা হয়েছে জগন্নাথ হলের মাঠে। ৭২টি ডিপার্টমেন্টের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বিদ্যার দেবীর আরাধনা করতে দেখা যায়। একই সাথে ঢাকায় বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ হলের মাঠে পূজায় অংশগ্রহণ করেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বলেন, এ বছর জগন্নাথ হলের পক্ষ থেকে একটি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউশনের পক্ষ থেকে ৭২টি এবং জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপ বসানো হয়েছে। মোট ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবার। মণ্ডপের স্থান নির্ধারণ করা হয়েছে প্রত্যেক বিভাগ-ইনস্টিটিউটের পূজা কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে।
পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি কাজ করেছে।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সবার অংশগ্রহণে এই পূজা সম্প্রীতির ভিত মজবুত করবে বলে আশাবাদী প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল। তিনি বলেন, আমার জানা মতে, এটি শুধু রাজধানী ঢাকার সবচেয়ে বড় আয়োজন না, সরস্বতী পূজায় পৃথিবীর অন্য কোথাও একসাথে এত মণ্ডপে পূজা হয় না।
নতুন বাংলাদেশের এই আয়োজন নতুন আঙ্গিকে হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার এক মহান প্রত্যয় গ্রহণ করেছি। এবারের সরস্বতী পূজা তাই এক ভিন্ন আঙ্গিকে উদযাপন হতে চলেছে। ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি রয়েছে।
এ ছাড়া হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থাও রাখতে দেখা গেছে। আগত পুণ্যার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য হল কর্তৃপক্ষ কর্তৃক স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে, সাথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। গতকাল সারা দিনব্যাপী চলবে সনাতনীদের বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দুই দিনব্যাপী ঢাবির জগন্নাথ হলের সরস্বতী পূজা।


আরো সংবাদ



premium cement