০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

এইচএসসির সোয়া কোটি টাকা প্রতিষ্ঠানে ফেরত দিলো বরিশাল শিক্ষাবোর্ড

-

এইচএসসি ফরম পূরণের অব্যয়ীত প্রায় সোয়া কোটি টাকা প্রতিষ্ঠানে ফেরত পাঠাল বরিশাল শিক্ষা বোর্ড। গত ২৯ জানুয়ারি থেকে সোনালী ব্যাংকের হিসাব নম্বরে পাঠানো শুরু হয়েছে এ টাকা। যাদের সোনালী ব্যাংকের হিসাব নম্বর নেই তাদেরকে বোর্ড থেকে চেক গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে ২ ডিসেম্বর ২০২৪ তারিখ বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এইচএসসি পরীক্ষা ২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো যা গত ২০ আগস্ট ২০২৪ তারিখ বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব বিষয় ব্যতীত অন্য বিষয়গুলোর তত্ত্বীয় উত্তরপত্র মূল্যায়নবাবদ ধার্যকৃত টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত টাকার অব্যয়ীত অংশ পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থী বাতিলকৃত প্রতিপত্রের জন্য ৪০ টাকা হারে ফেরত পাবেন। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীরা তত্ত্বীয় ৬ পত্রের জন্য ফেরত পাবেন ২৪০ টাকা এবং আইসিটি ব্যতীত ৮ পত্রের ব্যবহারিকের প্রতি পত্রে ৪৫ টাকা হারে মোট ৩৬০ টাকা পাবেন। বিজ্ঞান শাখার প্রতি পরীক্ষার্থী মোট ৬০০ টাকা ফেরত পাবেন। অন্যান্য শাখার শিক্ষার্থীদের আইসিটি ছাড়া কোনো বিষয়ে ব্যবহারিক থাকলে তারাও ৪৫ টাকা হারে ফেরত পাবেন। ইতোমধ্যে কোনো প্রতিষ্ঠান ব্যবহারিকের টাকা কেন্দ্রে পাঠালে তা প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে তাদের টাকা ফেরত নেবেন। অনিয়মিত শিক্ষার্থীগণ তাদের স্থগিত পরীক্ষার অনুকূলে উক্ত হিসাব অনুসারে অর্থ ফেরত পাবেন।

 


আরো সংবাদ



premium cement