০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ঢাকা ওয়াসা পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠন

-

ঢাকা ওয়াসার কাজে সহায়তার জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলমকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সদস্যসচিব করা হয়েছে ওয়াসার সচিবকে।
গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব আশফিকুন নাহারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ৪২ ক (২) ধারার বিধান অনুযায়ী ঢাকা ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন, অর্থ, পানি ও স্বাস্থ্য সেবা বিভাগের একজন করে প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং পানি ব্যবহারকারীদের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ এজাজ ও ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আহনাফ সাঈদ খান। প্রজ্ঞাপনে আরো বলা হয়, কমিটির সদস্যরা কাজে সহায়তার পাশাপাশি বোর্ডের সকল ক্ষমতা প্রয়োগ করবেন।

 


আরো সংবাদ



premium cement