০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

প্রথম পুরস্কার ০৬০৩৯০৮
-

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৬০৩৯০৮ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮২৯৩২০ নম্বর। রোববার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৭২৬টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।
বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮১টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ গষ, গপ, গস, গহ, ঘক, ঘখ এবং ঘগ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দু’টি। সেই নম্বরগুলো হলো- ০১৬৭৭১৯ ও ০৩৩৪৬৭০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো- ০২০৩৬০৭ ও ০২১৯১৮৫।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১২৪৭০, ০২০৮৬৩৯, ০৩৮৪৪৬৫, ০৬০৬১১৮, ০৭২২৩৪৮, ০০১৭০৬০, ০২৩৮৫২২, ০৪৩৩২৯৩, ০৬০৬৮৭৭, ০৭৪৪৮০২, ০০২৩২১২, ০২৪৩৫০৪, ০৪৬৬১২৬, ০৬৫১৫৫২, ০৭৪৭৮৬৩, ০০৫৩৩৭৪, ০২৫৩২০১, ০৫১৬০০৩, ০৬৫৫৯৯০, ০৭৮৭৪৮৯, ০০৬৭৯২৯, ০২৭৫৬৩৮, ০৫২২২৭৯, ০৬৬৩০৭৫, ০৮১৫৬২৩, ০০৯৫২৮৬, ০৩৩৬৯১৭, ০৫৩৭৬০৪, ০৬৮০০৪১, ০৮৬০৮০১, ০১০৪৪০৯, ০৩৪৭০০৩, ০৫৭৬২৬২, ০৬৮০৬২১, ০৯৩২৮৮৭, ০২০৫০৬০, ০৩৬৪২০২, ০৫৮৩৫৪৭, ০৬৯৩২৫১ এবং ০৯৩৯৯২৫।


আরো সংবাদ



premium cement