০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেয়া যুবদল নেতা বহিষ্কার

-

চট্টগ্রাম নগরের আমবাগানে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি ও যুবদল। গত শনিবার চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম (খাজা) ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি বিকেলে খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামে ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আটকের পরও ওই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু। সে দিন তিনি ‘ওসিকে বলেছিলেন অভিকে নিতে হলে আমি পিন্টুকে নিতে হবে’; যা নিয়ে গত ১ ফেব্রুয়ারি নয়া দিগন্তের শেষ পৃষ্ঠায় ‘চট্টগ্রামে ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিলেন যুবদলনেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এ দিকে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম (খাজা) স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে যুবদল সংগঠক মো: মুরাদকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় (পূর্ব ষোলশহর) চাঁদগাঁও থানা দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছে দলটি।


আরো সংবাদ



premium cement
রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ সমন্বয়ক হাসনাতের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আন্দোলনে আহতরা বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আরব কূটনীতিকদের যৌথ বিবৃতি আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা মাউশি ও নায়েমের ডিজি নিয়োগ নিয়ে তুলকালাম সংস্কার আলাপ দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে : তারেক রহমান ১৯ আজিমপুর বাড়িটি ভাষা আন্দোলনের সূতিকাগার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্বের আজ আলোচনা শুরু আ’লীগ আমলের ৩০০ কোটি টাকার কাজ বাতিল হচ্ছে

সকল