০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ঢাকার রাস্তা থেকে দুই অজ্ঞাত লাশ উদ্ধার

-

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে অজ্ঞাতনামা (৬০) ও বংশাল নিমতলী এলাকা থেকে অজ্ঞাতনামা (৭০) দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন মেট্রোরেল স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার এসআই মো: রায়হান উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় থাকত। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ দিকে বংশাল কায়েতটুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল হক জানান, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনিও ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement