০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে ২ দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার

-

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে গতকাল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিএমপি জনসংযোগ শাখার উপপরিদর্শক মো: ইমরান। এর আগে শনিবার রাতে দেয়া আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরো ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২), সোলেমান আহমেদ (২৫) মো: শামসুদ্দীন (৩৯), মো: সাহেদ (২৬), মো: মাহবুব আলম (৫২), আকবর হোসেন (২৩), মো: রমজান (১৯), মো: জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো: আব্বাস উদ্দিন (৩০), মো: জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), আলমগীর বাদশা (৪২), মো: মামুন (৩৫), মো: মনির (৩৭) ও মো: ইমরান হোসেন (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নেভাল-২ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement