০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

-

রাজধানীর ওয়ারী এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে ওয়ারীর রাজধানী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরিয়ম তার স্বামীর সাথে চা পান সিগারেটের দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মরিয়ম দুই ছেলে সন্তানের জননী ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামে। তিনি ওই এলাকার মনির আহমেদের মেয়ে।
নিহতের স্বামী মো: স্বপন জানান, আমি ও আমার স্ত্রী দু’জনেই টিকাটুলি অভিসার সিনেমা হলের সামনে একটি চা পান সিগারেটের দোকান চালাই।

 

 


আরো সংবাদ



premium cement