০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত সই করতে চায় জাপান

-

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ও সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাপান। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুততার সাথে সইয়ের তাগিদ দিয়েছে শিল্পোন্নত দেশটি।
গতকাল জাপানের পার্লামেন্টারি ভাইস প্রেসিডেন্ট ইকুইনো আকিকো পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন। আকিকো দুই দিনের সফরে ঢাকা এসেছেন।
জাপানের ভাইস মিনিস্টার স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরন প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান। বাংলাদেশের ইতিবাচক বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরির্বতনের পরও বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও বাণিজ্য অব্যাহত রয়েছে। বর্তমানে ৩১০টির বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আকিকো মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আর্থসামাজিক উন্নয়নে জাপানের ভূমিকার কথা স্মরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীদের কার্যকর সেবা দেয়া নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী একটি দেশ হিসেবে বাংলাদেশ সব পক্ষের জন্য চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন জানায়।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরসহ মানবিক সহায়তা দেয়ার জন্য জাপানকে ধন্যবাদ জানান তৌহিদ হোসেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চান।


আরো সংবাদ



premium cement