০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মঈন খানের নেতৃত্বে চীন যাবে বিএনপি ও শরিকদের প্রতিনিধিরা

-

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে। এরই মধ্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের প্রয়োজন অনুসারে ভিন্ন দুটি তালিকা জমা দেয়া হয়েছে। উভয় তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, এই তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও রয়েছেন।
বিএনপির তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
এ বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি ও আমাদের আন্দোলনের যুগপৎ শরিকরা মিলে একটি প্রতিনিধিদলের চীন সফরের কথা রয়েছে। সেখানে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।


আরো সংবাদ



premium cement