জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের মানববন্ধন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০
বৈসম্যমুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চ শিক্ষা ও চাকরি নিশ্চয়তার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল (অব:) ডা: মুন্সী মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: মুহাম্মদ লোকমান- সমন্বয়ক (সার্বিক)। আরো উপস্থিত ছিলেন ডা: মো: হেলাল উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মনোয়ারা, সহকারী অধ্যাপক ডা: হাসিনা বেগম ও প্রভাষক ডা: রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের সহসভাপতি ডা: আজিজুল ইসলাম খান-ঢাকা দক্ষিণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত হোমিওপ্যাথি ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বৈষম্যমুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চ শিক্ষা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা