০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
মৈত্রী শিল্পের কর্মকর্তাকে মারধর

‘ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ এর সভাপতি গ্রেফতার

-

গাজীপুর মহানগরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত মৈত্রী শিল্পে চাঁদা দাবি ও
শারীরিক প্রতিবন্ধী একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগে শাহজাহান হাসান (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের টঙ্গীর সভাপতি ও সাংবাদিক পরিচয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার শাহজাহান হাসান সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ‘সিনিয়র স্টাফ রিপোর্টার’ এবং উত্তরা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তিনি মৈত্রী শিল্পের কাছে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর নতুন বাজারের মৃত বাক্কা ফকিরের ছেলে।
এ ব্যাপারে মৈত্রীর প্রশাসনিক কর্মকর্তা ভুক্তভোগী ইউনুছ আহম্মেদ বাদি হয়ে শনিবার (১ জানুয়ারি) টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। শনিবার রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আসামি শাহজাহান হাসান একটি ভেজাল প্রতিরোধ সংগঠনের কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে ফ্রি মুক্তা পানি সরবরাহের জন্য আবেদন করেছিলেন। কিন্তু প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানে কাউকে ফ্রি পানি দেয়ার নিয়ম না থাকায় কারখানার কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। পরে আসামি শাহজাহান হাসান পানির সমপরিমাণ টাকা দাবি করেন। এতেও কর্মকর্তারা অপারগতা প্রকাশ করায় তিনি কারখানায় গিয়ে প্রশাসনিক কর্মকর্তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর করে আহত করেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement