সিলসিলা বাতিলদের সাথে কখনো আপস নেই : ছারছীনার পীর
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১
ছারছীনা শরীফের পীর মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, উপমহাদেশে ইসলামের সুমহান আলো যারা প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে ফুরফুরা ও ছারছীনা সিলসিলা প্রখ্যাত। এই সিলসিলার ধারক-বাহকগণ মানুষদেরকে ইসলামী তাহজিব-তামাদ্দুন, কৃষ্টি-কালচার, আমল-আখলাক, হালাল-হারামসহ ধর্মীয় অন্যান্য সামাজিক, আর্থিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের আলোয় আলোকিত করছেন। আজো উপমহাদেশজুড়ে তাদের খেদমতের ধারাবাহিকতা চলমান রয়েছে। এ দেশে ছারছীনা সিলসিলা পূর্ব থেকে যেভাবে কুরআন-সুন্নাহ, ইজমা-কিয়াস, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদাগুলো আমল করা ও প্রচার-প্রসারের লক্ষ্যে কাজ করত আজো তাহার ধারাবাহিকতা রক্ষা করে চলছে। সামান্য চুল পরিমাণ এর থেকে বিচ্যুতি হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।
গতকাল ছারছীনা দরবার শরিফের মরহুম পীর ছাহেব কেবলাদের ইছালে ছওয়াব মাহফিলের শেষ দিন আখেরি মোনাজাতের পূর্ব আলোচনায় হজরত পীর সাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এর আগে মাহফিলের শেষ দিন সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা মো: মোহেব্বুল্লাহ এর পরিচালনায় ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো: শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা