০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের মৃত্যুবার্ষিকী আজ

-

গাইবান্ধার সুন্দরগঞ্জের শিক্ষাবিদ এবং সামাজিক ও নাগরিক উদ্যোক্তা মো: আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর বিভাগীয় প্রধান এবং রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বাবা।
অসামান্য প্রতিভার অধিকারী নাগরিক উদ্যোক্তা ও সমাজসেবক আব্দুস ছাত্তার সরকার ১৯৩৮ সালের ১৯ জুলাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে বিখ্যাত সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাত মেয়ে ও চার ছেলের জনক এবং অসংখ্য সফল কাজের উদ্যোক্তা। তিনি উপজেলার ধুমাইটারী সিদ্দিকিয়া ডিগ্রি মাদরাসায় অধ্যাপনা শেষে ২০১০ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি উত্তর পরান বেলকা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতাসহ সুন্দরগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। তিনি উত্তর পরান জামে মসজিদ ও বেলকা নুরেরটারী জামে মসজিদে দীর্ঘ দিন ইমামতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুবার্ষিকীতে গাইবান্ধার সুন্দরগঞ্জের কিসামত সদরের বাড়িতে আজ কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন সহধর্মিণী মরিয়ম বেগম।

 

 


আরো সংবাদ



premium cement