০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
গুরুতর কিছুই পায়নি বিশেষ কমিটি

৭ নারী ফুটবলারের সাথে কথা হয়েছে

-

কথা ছিল ১৮ নারী ফুটবলারের সবার সাথেই কথা বলবে বাফুফের সাত সদস্যের বিশেষ কমিটি। তবে সময়স্বল্পতায় গতকাল সন্ধ্যায় মাত্র সাত ফুটবলারের সাথে কথা বলতে পেরেছে এই কমিটি। বাকি ফুটবলারদের সাথে আজ সন্ধ্যা ৬টায় কথা বলা হবে। গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, গত সাফের ফাইনালে জয়সূচক গোল করা ঋতু পর্না চাকমা, ফাইনালে গোল করা মনিকা চাকমা, শিউলী আজিম, সানজিদা, সুমাইয়া মাতসুসিমা, নাসরিন এবং সাথী বিশ্বাসের সাথে কথা বলেছে কমিটি। কমিটির এক সদস্য জানান, ‘আমার কাছে নারী ফুটবলারদের করা অভিযোগগুলো গুরুতর মনে হয়নি। সাবিনারা লিখিত আকারে যা বলেছিল সেটাই উল্লেখ করেছে কমিটির কাছে।’ তার মতে, ‘আমরা এক পক্ষের সাথে কথা বলেছি। কোচের কথাও শুনতে হবে। পুরো বিষয়ই আমাদের খতিয়ে দেখবো।’

 


আরো সংবাদ



premium cement