০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

বিশ্ব ইজতিমায় আজ আখেরি মুনাজাত

-

তাবলীগ জামায়াতের শূরায়ি নেজামের পরিচালনায় অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রোববার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এরপর আগামীকাল সোমবার থেকে শুরু হবে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী বুধবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরায়ি নেজামের মোট ছয় দিনের এবারের বিশ্ব ইজতেমা। এরপর আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলিগ জামায়াতের নিজামুদ্দিন (সা’দ) অনুসারীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের কথা রয়েছে। শূরায়ি নেজামের প্রথম পর্বে ৪২ জেলা ও দ্বিতীয় পর্বে ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন বলে শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়। প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল বাদ আসর ইজতেমায় যৌতুকবিহীন ৬৩টি বিবাহ পড়ানো হয়েছে।

সকাল ৯টায় আখেরি মুনাজাত : আজ রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মুনাজাত শুরু হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি গতকাল সকালে ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুম প্রাঙ্গণে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। অপর দিকে দুপুরে ইজতেমা ময়দানের বিদেশী কামরায় জেলা প্রশাসনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে শূরায়ি নেজামের মুরব্বিরা এক প্রেসব্রিফিংয়ে জানান, সকাল ৯টার মধ্যেই আখেরি মুনাজাত শুরু হবে।
জিএমপি পুলিশ কমিশনার বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি রোববার আখেরি মুনাজাতকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত ব্যবস্থা তুলে ধরেন। তিনি জানান, মুনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানী ঢাকার ৩০০ ফিটের মাথায়, টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কের (বেড়িবাঁধ) ধৌর ব্রিজের মাথায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৪ মুসল্লির মৃত্যু : এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার আরো এক মুসল্লিসহ মোট ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার বিকেল ৩:২০টায় মারা যান হবিগঞ্জ জেলা সদরের ৩ নং তেঘরিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে রমিজ আলী (৬০)। বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে ইজতেমা ময়দানে মারা যান রমিজ উদ্দিন। এর আগে হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাঘবপুর গ্রামের মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০), খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০) মারা যান।
বিশ্ব ইজতেমায় মামুনুল হক ও হাসনাত আব্দুল্লাহ : টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল শনিবার বিকেলে তিনি বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশী নিবাসের ২ নম্বর গেট দিয়ে মেহমানখানায় প্রবেশ করেন। একই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ওই গেট দিয়ে প্রবেশ করেন। এ সময় তাদের পরস্পরকে করমর্দন ও কোলাকুলি করতে দেখা যায়। তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজামের মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

 


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল