৪১ দফা জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার : হামিদুর রহমান আযাদ
- ফরিদপুর প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামী ৪১ দফা প্রণয়ন করেছে। এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। জামায়াত ক্ষমতায় গেলে কী করবে তা বর্ণনা করা হয়েছে ৪১ দফায়। আগামী নির্বাচনের আগে সারা দেশের প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে। জনগণের মাঝে ইসলামী বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে।
শনিবার ফরিদপুর অঞ্চলের উপজেলা দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের কবি জসিমউদদীন হলে জামায়াতের আঞ্চলিক শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক সহকারী মো: দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো: আব্দুস সোবহান, মো: আজমল হোসাইন।
সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের জেলা নেতৃবৃন্দ ও সকল উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তৃণমূলের দায়িত্বশীলদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা