ফুলছড়িতে জমি নিয়ে বিরোধে হামলায় আহত সেনা সদস্যের মৃত্যু
- ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬
গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) এর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় তার দুই ভাই আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সেনাসদস্য রুহুল আমিন এবং আহত জাকির (৪৫) ও রতন মিয়া (৪০) ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা