কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩
কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে যাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছিল বলে পরিবার জানিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানিয়েছেন।
মৃত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। বিডিনিউজ।
তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে তৌহিদুলকে যৌথবাহিনীর সদস্যরা বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ তাদের ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে, আপনারা হাসপাতালে আসেন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।
সেখান থেকে পুলিশ প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ দেখতে পাই।’
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তৌহিদুলের পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাকে যৌথবাহিনী আটক করেছিল। পর দিন দুপুরে হাসপাতালে তার লাশ পাওয়া গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা