০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

শোক সংবাদ: আ: রশিদ মিয়া

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার সাবেক আমির মো: আ: রশিদ মিয়া (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী দুই ছেলে, সাত মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে বরামা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অবিভক্ত গাজীপুর জেলার সাবেক আমির আবুল হাসেম খান, গাজীপুর মহানগরী আমির অধ্যাপক মো: জামাল উদ্দীন, নায়েবে আমির মো: খায়রুল হাসান, গাজীপুর জেলা আমির গাজীপুর-৩ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মো: আ: হাকীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, পৌর আমির ডা: আনিসুজ্জামান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো: শাহজাহান ফকির, সাবেক সভাপতি আবদুুল মোতালেব প্রমুখ।

 

 

 

 


আরো সংবাদ



premium cement

সকল