কুলাউড়ার সীমান্তে ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশী নিহত
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় গতকাল রোববার এক ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আহাদ আলীর (৪৫) ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আহাদ আলী চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ও বিজিবি আলী নগর ক্যাম্প কামান্ডার ও কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং। নিহত আহাদ আলী কর্মধা ইউনিয়নের এওলাছড়ার ইউছুফ আলীর ছেলে। হামলাকারী ভারতের ত্রিপুরা রাজ্যের হিলাছড়া গ্রামের হায়দর আলী (৫৫) বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
জানা যায়, জমিজমা নিয়ে আহাদ আলীর সাথে তার ভারতীয় বোন জামাইর বিরোধ চলছিল। রোববার সকালে সেই বোন জামাই ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং আহাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান আহাদ আলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা