ঘোষিত সময়ের মধ্যে জাকসু নির্বাচন দাবি শিক্ষার্থীদের
মতবিনিময় সভা বর্জন ছাত্রদলের- জাবি প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৯
পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) বাস্তবায়ন চান শিক্ষার্থীরা।
গতকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে অনুষ্ঠিত ‘পরিবেশ পরিষদ : জাকসু নির্বাচন ২০২৫’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এ সভায় পরিবেশ পরিষদের সদস্যসচিব প্রক্টর এ কে এম রাশিদুল আলম, (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রোভিসি (প্রশাসন) সোহেল আহমেদ, ট্রেজারার মো: আবদুর রব ও সব বিভাগীয় ছাত্র সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হোক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা