পঞ্চগড়ে আদালতের ফটকে তালা দিয়ে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- পঞ্চগড় প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৯
পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলসহ চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ফটকে তালা ঝুলিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা দু’টার দিকে মহাসড়ক অবরোধ শুরু করার পর থেকে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। রাত সোয়া আটটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
এর আগে গত বুধবার বিক্ষোভ মিছিল থেকে চার বিচারক অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা সেদিন জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং বিচারকদের মধ্যে এখনো ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাব বিরাজমান বলে অভিযোগ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা