২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা না দাফনও করে গেছে আ’লীগ : অধ্যাপক মজিবুর

-

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা না দাফনও করে ছেড়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা দিনের ভোট রাতে করেছে। নতুন প্রজন্মকে ভোট থেকে বঞ্চিত করেছে। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। জাতির সামনে তারা নির্বাচন নিয়ে যায়নি। ৫ আগস্ট দিনের কথা উল্লেখ করে বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, সেদিন মনে হয়েছিল আল্লাহ তায়ালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে ছাত্র-জনতা, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। সেই দিন হাসনা ইঁদুরের গর্তও খুঁজে পায়নি পালানোর জন্য। আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হলো তো তাই। মাটিতে যাওয়ার কোনো সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত আকাশে উড়াল দিল স্বৈরাচার।
গতকাল শনিবার সকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইল মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, গতকাল দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও তিতাস উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহর জমিনে মানুষের আইন চললে আখেরাতে শাস্তি নিশ্চিত।

 


আরো সংবাদ



premium cement