ইসলামী শিক্ষার সহজীকরণ ও সম্প্রসারণে মাদরাসা বোর্ড সর্বোচ্চ চেষ্টা করবে : চেয়ারম্যান
- ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
বংশাল মিছবাহুল উম্মাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাস্তবায়ন।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিছবাহুল উম্মাহ মাদরাসার বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে গতকাল সাংস্কৃতিক দশক পালিত হয়েছে। এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহাসিক আরমানিটোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্র্রফেসর মিঞা মো: নূরুল হক। মাদরাসা নির্বাহী পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ বদরুল আমীন মুন্নু সরদারের সভাপতিত্বে ও মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহর উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, মাদরাসা বোর্ড উপপরিদর্শক শরীফ মো: ইউনুছ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য এস.এম আহসান উল্লাহ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য মাহবুবুল আলম ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, সাবেক অধ্যক্ষ মাওলানা মো: তাফাজ্জল হোসেন, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা তাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বিগত সরকার শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে উঠিয়ে দিয়েছিলেন। ইসলামী শিক্ষা সঙ্কুচিত করার লক্ষ্যে তারা ইবতেদায়ি মাদরাসার অনুমোদন বন্ধ রেখেছিল, বিভিন্ন শর্তের আবর্তে দাখিল মাদরাসার অনুমোদন নিরুসাহিত করা হয়েছিল। বোর্ডে সেবাপ্রার্থীদের হয়রানি ছিল স্বাভাবিক বিষয়। বর্তমানে বোর্ড ইসলামী শিক্ষাব্যবস্থার সহজীকরণ ও সম্প্রসারণে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষকগণ, হাজার শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শিক্ষা-সংশ্লিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা