২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম স্থগিত

-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম শুরু হয়েছিল। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি এই কার্যক্রম শুরু করে কিছু পরিকল্পনা ও প্রস্তাবনাও দিয়েছিল। তবে পরবর্তীতে বিভিন্ন ক্লাব থেকে আসে আপত্তি। এরই জের ধরে গতকাল বিসিবির সভায় স্থগিত হয়ে যায় গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। বিসিবির সভা শেষে এ কথা জানান পরিচালক মাহাবুব আনাম। ক্লাবগুলোর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীতে বিসিবির কাউন্সিলরশিপে এবং বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি কমানোর প্রস্তাব আছে। এই ক্লাবগুলো মাঝে পদত্যাগও দাবি করে নাজমুল আবেদীন ফাহিমের। মাহাবুব আনাম জানান, কমিটি গঠনতন্ত্র সংশোধনের কোনো প্রস্তাব বিসিবিতে জমা দেয়নি। মন্ত্রণালয়েও জমা দেয়নি। এরপরও যেহেতু কমিটির কিছু কার্যক্রম নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, তাই প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধনের সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই তাদের কাজের পরিধি ঠিক করা হবে। এ নিয়ে বাইরে যে কথা ছড়িয়েছে তা ঠিক নয়। তিনি আরো জানান, তবে এটা ঠিক গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় গোপনীয় কিছুই নেই। এটা স্বচ্ছ থাকা দরকার।
এই সভায় চলমান বিপিএলে খেলোয়াড়দের বকেয়া নিয়েও আলোচনা হয়েছে। এতে খেলোয়াড়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান মাহাবুব আনাম। তার দেয়া তথ্য, বিসিবি এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। সভায় জানানো হয়নি কবে মাঠে গড়াবে মহিলা বিপিএল ও প্রথম বিভাগ লিগ। তবে বিকেএসপির ৩ ও ৪ নং মাঠ ব্যবহারের জন্য তাদের সাথে ১০ বছরের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে কালকেই এই ম্যারাথন সভায়।
এ ছাড়া পরিচালকদের শূন্য পদ নিয়ে ক্রীড়া পরিষদের নির্দেশনাও চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল