যান্ত্রিক ত্রুটিতে বিঘি্নত মেট্রোরেল চলাচল
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল গতকাল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে পল্লবী মতিঝিল পর্যন্ত চালু হলেও বন্ধ রয়েছে উত্তরা-মতিঝিল পর্যন্ত চলাচল। দায়িত্বশীলরা বলছেন, গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ট্রেনের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এতে কয়েকবার দরজা বন্ধ করা যায়নি। এতে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করায় দুপুর ১টা ৩৯ মিনিট থেকে ২টা ৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকেও একই কারণে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। পরে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত চালু করা সম্ভব হলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্পূর্ণভাবে চলাচল শুরু করেনি।
মেট্রোরেলের দায়িত্বশীল কয়েকজন বলেন, মেট্রোরেল সম্পূর্ণ সফটওয়ারের মাধ্যমে অটোমেটিকভাবে চলাচল করে থাকে। এর টাইম থেকে শুরু করে সব কিছুই নির্ধারিত থাকে। যার বড় ধরনের ব্যত্যয় ঘটলে অসুবিধা দেখা দেয়। গতকাল যাত্রীদের চাপে বেশ কয়েকবার ট্রেন তার দরজা বন্ধ করতে পারেনি। যার কারণে সঠিক সময় মেনে ট্রেন চলতে বাধার সৃষ্টি হয়। এতে করে এটিএস ফল করায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা