আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় : জ্বালানি উপদেষ্টা
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
ভারতীয় কোম্পানি আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
গতকাল মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানিবিষয়ক এক সেমিনারে এ কথা জানান তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রফতানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।’
জ্বালানিখাতে সরকারি ভর্তুকি নিয়ে হতাশা ব্যক্ত করে ফাওজুল কবির খান বলেন, ‘৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না।’
গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানিখাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। একই দাবি তুলে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম বলেন, ‘এ ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা