চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
নারায়ণগঞ্জের আড়াইহাজার, সিলেটের জকিগঞ্জ, যশোরের ঝিকরগাছা ও নীলফামারীর ডোমারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন আরোহী।
আড়াইহাজারে মোটরসাইকেল আরোহী নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত ও অপর দু’জন গুরুতর আহত হন। নিহত অভি (২৭)। সে নরসিংদী জেলার মাধবদী থানার খোর্দ্দনপাড়া এলাকার বাসিন্দা। মামারবাড়ি পাঁচরুখী এলাকা থেকে মোটরবাইকে নিজবাড়ির ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হন।
জানা গেছে, তিন বন্ধু আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় মামারবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে নিজবাড়ি নরসিংদীর মাধবদী থানার খোর্দ্দনপাড়ায় ফেরার পথে তাদের মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। এ সময় মোটরবাইকে থাকা অভি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিলেটে নিহত ১
সিলেট ব্যুরো জানায়, সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলাবাড়ি রাস্তাসংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি আনতে যান। রাত ১০টায় কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম ও হাসিতলা গ্রামের সাফি আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। আর নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছায় প্রাাইভেটকার দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব (২৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বন্ধু ফাহিম বিশ্বাস (৩০) মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নাজমুস সাকিব নিজের প্রাইভেটকারে ঢাকা (মেট্টো-গ-১২-৮৯৬০) ও বন্ধু ফাহিম বিশ্বাসকে নিয়ে যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন তারা। ঘটনাস্থলে পৌঁছলে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে খাদে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নাজমুস সাকিবকে মৃত ঘোষণা করেন এবং ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
ডোমারে ৫ম শ্রেণীর ছাত্র নিহত
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হাসান (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাতে আন্ধারুর মোড় নামক এলাকার ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা