২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ইসলামের প্রচার ও প্রসারে আবদুল জব্বার রাহ:-এর অবদান অনস্বীকার্য : শামসুল ইসলাম

-

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে বায়তুশ শরফের মরহুম পীর আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রাহ:-এর অবদান অনস্বীকার্য।
তিনি সততা, ন্যায়পরায়ণতা, চারিত্রিক মাধুর্য ও দেশ জাতির কল্যাণে অনেক কাজ করে গেছেন। তিনি সুদমুক্ত ব্যাংকিং প্রবর্তনে ভূমিকা রেখেছিলেন। তিনি দীর্ঘ দিন ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

তিনি শুধু বক্তৃতা-বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কক্সবাজারে চক্ষু হাসপাতাল, মসজিদ, মাদরাসা, চিকিৎসাকেন্দ্রসহ সারা দেশে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি মানবকল্যাণে ভূমিকা রেখেছিলেন। আমরা যারা বেঁচে আছি আমরাও যাতে সে পথে এগিয়ে যেতে পারি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
তিনি গতকাল লোহাগাড়ার বড়হাতিয়ার কুমিরাঘোনায় ইছালে ছওয়াব মাহফিলের আখেরি দিবসে এসব কথা বলেন। মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের বর্তমান পীর মাওলানা আবদুল হাই নদভী। মাহফিলে আরো বক্তব্য রাখেন জামায়াতের মহানগরী আমির ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি শাহজাহান চৌধুরী, ড. মাওলানা শহীদুল ইসলাম বারাকাতিসহ অন্যান্য দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
এ ছাড়াও মাহফিলে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল